১ নভেম্বর থেকে পলিথিনবিরোধী অভিযান: পরিবেশ উপদেষ্টা

নভেম্বরের ১ তারিখ থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মাদপুর টাউন হল সুপার মার্কেটে পলিথিন ব্যবহার বন্ধ নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলো। পলিথিনের বদলে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। এগুলো বাজারে পর্যাপ্ত রয়েছে এবং সুলভ মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা ভয়, শাস্তি বা অভিযান দিয়ে নয় বরং মানুষকে উদ্বুদ্ধ করে পলিথিনের বিকল্প ব্যবহার বাড়াতে চাই। পরিবেশ, প্রতিবেশ ও জীব জগতের জন্য অভিশাপ এই পলিথিন ব্যাবহার বন্ধ করতেই হবে। তবে ক্রেতা ও বিক্রেতারা বলছেন, কাঁচা মাছ-মাংস বহনের যুৎসই বিকল্প না হলে সুফল মিলবে না।

Sep 24, 2024 - 19:01
 0  4
১ নভেম্বর থেকে পলিথিনবিরোধী অভিযান: পরিবেশ উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow