আমতলীতে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
আমতলী (বরগুনা) প্রতিনিধি:—আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সারে চারটায় সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাইদুর রহমান সাইদ সভাপতি আমতলী উপজেলা মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,মোঃ আল আমিন খান সাধারণ সম্পাদক, ঢাকাস্থ আমতলী উপজেলা স্বপ্নছায়া সামাজিক ও সেবামূলক সংগঠন, মোঃ জসিম উদ্দিন হাওলাদার সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড আমতলী ইউনিয়ন পরিষদ, মোঃজিয়া উদ্দিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক ঢাকাস্হ আমতলী উপজেলা সামাজিক ও সেবামূলক সংগঠন, মোঃ সোলেমান গাজী আহবায়ক ছাত্রদল আমতলী ইউনিয়ন শাখা, মোঃ মহাসিন মুন্সি সাংগঠনিক সম্পাদক আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশন, মোঃ মেহেদি হাসান সমাজকল্যাণ সম্পাদক, আমতলী উপজেলা মানব কল্যাণ সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসাইন কাজীর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ সহ সদস্য বৃন্দ। যে দল দুইটি অংশগ্রহণ করছে -একটি হলো নাচনা পাড়া একাদশ বনাম বায়লাবুনিয়া একাদশ। ৩+০ গোলে নাচনা পাড়া একাদশ বিজয় হয়েছে। খেলায় উপস্থিত অতিথিরা বিজয়ী দলটিকে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।

আপনার অনুভূতি কী?






