পানি উন্নয়ন বোর্ডের ডিসিয়ারকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

আমরা, শেখ নিজাম (নিঝুম) ও মোঃ মিরাজ শেখ, অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি একটি স্থানীয় পত্রিকায় আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে আমাদের বিএনপি নেতা আখ্যায়িত করে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের সঙ্গে জড়িত দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং নিন্দনীয়। উল্লেখ্য, যে জমি নিয়ে এ বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়েছে, সেটি আমাদের নামে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ডিসিয়ারকৃত সম্পত্তি। উক্ত জমির সকল বৈধ কাগজপত্র ও অনুমোদিত দলিলাদি আমাদের হেফাজতে রয়েছে, যা প্রয়োজনে যেকোনো কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমাদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাই, মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। সর্বসাধারণ ও সম্মানিত গণমাধ্যমের প্রতি আমাদের বিনীত অনুরোধ—আপনারা এ ধরনের ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করুন। আমরা আইন ও ন্যায়ের প্রতি আস্থাশীল এবং সবার সহযোগিতা কামনা করছি।

মে 5, 2025 - 21:25
 0  40
পানি উন্নয়ন বোর্ডের ডিসিয়ারকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow