পুকুরে মুক্তা চাষে স্বাবলম্বী ঝিনাইদহের নজরুল ইসলাম 

ঝিনাইদহ:—ঝিনুকের রাজধানী ঝিনাইদহে পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে মুক্তা। এরই মধ্যে জেলার অনেক তরুণ মুক্তা চাষের সম্ভাবনা অনুমান করতে পেরেছেন। অনেকে বাণিজ্যিক ভিত্তিতে মুক্তা চাষে আগ্রহীও হয়ে উঠছেন। সফলতা অর্জনের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন অনেকে। জাপান ফেরত ড. নজরুল ইসলাম স্বপ্ন দেখা তরুণদের মধ্যে একজন। তিনি ২০২১ সালে নিজ বাড়ী ঝিনাইদহের কোর্টচাদপুর উপজেলার শিবনগর গ্রামে ৩৩ শতক জমির পুকুরে মুক্তা চাষের একটি প্রকল্প হাতে নেন। পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের পাশাপাশি পুকুর পাড়কে উৎপাদনমুখী করার জন্য বিশেষভাবে প্রস্তুত করে সেখানে এযবাৎ মুক্তা চাষ করে আসছেন তিনি। পুকুরের পাড়কে ব্যবহার করে মুক্তা চাষে ব্যাপক সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন রাইয়ান জৈব কৃষি প্রকল্পের পরিচালক ড. নজরুল ইসলাম। সেই সাথে অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। প্রতিটি ঝিনুকে মুক্তা চাষ করতে তার খরচ হয় মাত্র ৫০ টাকা। প্রতিটি ঝিনুকে দুইটি করে মুক্তা পাওয়া যায়। প্রতিটি মুক্তার বর্তমান বাজার মূল্য ২শ' থেকে ৫শ' টাকা। খরচ বাদে ঝিনুক প্রতি সর্বনিম্ন আয় হয় ৪শ' থেকে ৫ শ' টাকা। এ সিজনে প্রায় ৫ হাজার ঝিনুকে মুক্তা চাষ হয়েছে। ফলে নিজে লাভবান হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধি হবে বলে আশা করেন তিনি। এ বিষয়ে রাইয়ান জৈব কৃষি প্রকল্পের পরিচালক ড. নজরুল ইসলাম বলেন, জাপানের আদলে কিভাবে অল্প জায়গায় অধিক ফসল ফলানো যায় সেটাই মূল লক্ষ্য তার। তিনি ১০ বিঘা জমি থেকে কিভাবে ৩০ বিঘার ফলন পাওয়া যায় সেটা চেষ্টা করে যাচ্ছেন। এবছরেও তিনি ৮ থেকে ১০ লাখ টাকার মুক্তা বিক্রি করতে পারবেন বলেও আশা করেন। মুক্তা বিক্রি করার সঠিক জায়গা না থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে। মুক্তা চাষে ও বিক্রিতে সরকারী সহায়তা প্রয়োজন বলে তিনি দাবী করেন।  মুক্তা চাষ, বিক্রি ও গবেষনাগার তৈরীতে সরকারী সহযোগিতার জন্য বারবার আবেদন করেও এখনো কোন ফলাফল পায়নি বলেও অভিযোগ করেন তিনি।  যেহেতু ঝিনুকের জন্য বিক্ষাত হওয়ায় এ জেলার নামকরণ হয় ঝিনাইদহ, সেহেতু এখানে মুক্তা চাষ, গবেষণা ও বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা থাকলে ঝিনুক থেকে মুক্তা চাষে আগ্রহী হবে অনেকে। কোর্টচাদপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম জানান, ড. নজরুল ইসলামের মুক্তা চাষ পদ্ধতি খুবই সম্ভাবনাময়। উপজেলা মৎস্য অফিস সবসময় তার পাশে আছে।

Apr 10, 2025 - 22:51
 0  13
পুকুরে মুক্তা চাষে স্বাবলম্বী ঝিনাইদহের নজরুল ইসলাম 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow