সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৩।

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কলম ইউনিয়নের কলম বাজার এলাকায় মোঃ নাইস প্রামাণিক নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ করিম, মোঃ আলমগীর ও মোঃ রুবেলকে গ্রেফতার করে সিংড়া থানায় হস্তান্তর করে। জানা যায়, আটককৃতরা স্থানীয়ভাবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

Apr 23, 2025 - 19:12
 0  2
সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৩।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow