রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার ছিল ৮৬.৪৬ শতাংশ। আঞ্চলিক কেন্দ্র হিসেবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষার দায়িত্বে অধ্যাপক ড. গোলাম মর্তুজা। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৮৬.৪৬ শতাংশ। পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৩৩৪ জন। এর মধ্যে উপস্থিতি ১৪,১২৪ জন এবং অনুপস্থিতি ২,২১২ জন। সরেজমিনে দেখা গেছে, রাজশাহী অঞ্চলের জেলাগুলো থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন। পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় সময় ও ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। পরীক্ষার্থী রাকিব হাসান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্ন যথেষ্ট মানসম্পন্ন ছিল। কিছুটা কঠিন মনে হলেও সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি ভালো কিছু হবে।" নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, "অত্যন্ত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কোন প্রকার অনিয়মের রিপোর্ট আমাদের কাছে আসেনি। প্রশ্নপত্র ফাঁস কাউকে বহিষ্কার করা কিংবা কোন শৃঙ্খলা ভঙ্গ এমন কিছু ঘটেনি।" উল্লেখ্য, ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

ফেব্রুয়ারি 15, 2025 - 23:29
 0  5
রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow