খুলনায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

শেখ মোঃ নাসির উদ্দীন খুলনাঃ খুলনা মহানগরীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ওই নারীর মরদেহ নগরীর শিববাড়ি মোড় বাংলাদেশ কৃষি ব্যাংকের সমনে থেকে উদ্ধার করা হয়। মৃত ওই নারী রহিমা খাতুন (৪২)। তিনি খালিশপুর থানাধীন আলমনগর পোড়া মসজিদ এলাকার সোহরাবের বাড়ির ভাড়াটিয়া মোখলেসুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে কৃষি ব্যাংকের সামনে রাস্তার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে সোনাডাঙ্গা থানার পুলিশকে স্থানীয়রা অবগত করেন। ঘটনাস্থল সোনাডাঙ্গা থানা না হওয়ায় স্থানীয়রা পরবর্তীতে খুলনা থানা পুলিশকে জানায়। সেখান থেকে ওই মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস মরদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১ টায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক বিকারগ্রস্ত ও ভবঘুরে  ছিলেন এবং দীর্ঘদিন পরিবার থেকে বাইরে ছিলেন। মৃত নারী ভবঘুরে জীবনযাপন করতেন।

ফেব্রুয়ারি 15, 2025 - 23:03
 0  7
খুলনায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow