নড়াইলে ২৪ দলীয় ইউনিক যুব সংঘ বন্ধুমহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
নড়াইলে ২৪ দলীয় ইউনিক যুব সংঘ বন্ধুমহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত— মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি।। বন্ধুত্ব করি, সুন্দর সমাজ গড়ি, মাদক ছাড়ি, খেলার মাঠে ফিরি এই শ্লোগান কে সামনে রেখে নড়াইলের ইউনিক যুব ক্রীড়া সংঘ সিজন -২ এর ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) নড়াইল পৌর এলাকার গোচর, রেলক্রসিংয়ের পাশে পরিত্যাক্ত জায়গায় সাময়িক ইনডোর মাঠ তৈরী করে এ খেলার যৌথ আয়োজন করে দূর্গাপুর বন্ধু মহল ও যায়যায়দিন ফেন্ডসফোরামের বন্ধুরা। সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসনক (সার্বিক) লিংকন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে উদ্বোধনী আলোচনাসভায় বাক্তব্য রাখেন মান্যবর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )লিংকন বিশ্বাস, সদর থানার ওসি সাজেদুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার মোঃকামরুজ্জামান, ওসি ডিবি মোঃ শাহাদাজা, এডিশনাল পিপি এড. তারিকুজ্জামান লিটু, সাংবাদিক মাহবুবুর রশীদ লাবলু, সাবেক প্যানেল মেয়র রিয়াজ আহম্মেদ খাঁন, যুব দলের সভাপতি মশিয়ার রহমান, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এর এমডি ডাঃ দিপ বিশ্বাস সুদিপ, যায়যায়দিন ফেন্ডসফোরামের উপদেষ্টা মোঃ আল আমিন। এ সময় উপন্থিত ছিলেন সাব্বির অটো গ্যালারী সুজুকি শো রুমের এমডি আনিসুল আজম, ইঞ্জিনিয়ার এনামুল কবীর, সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক কাজী ওবায়দুল্লাহ তুহিন, ইউনিক যুব ক্রীড়া সংঘের সভাপতি শাহরিয়ার জামান, বন্ধু মহলের রিপন হোসেন, সজীব, তরিকুল, আল আমিন, বাবু মোল্যা,খালিদ, নয়ন, আরিফ, মোহাম্মদ প্রমুখ। উল্লেখ্য, রাতে ২৩ দলকে অতিক্রম করে ফাইনাল বিজয়ী হয় নড়াইলের রাহাতুল ও সিজন জুটি তারা সেট গেম দিয়ে নয়ন ও জামি কে পরাজিত করে। বন্ধু মহলের ইউনিক যুব ক্রীড়া সংঘ সিজন -২ টুর্নামেন্টের গর্বিত স্পন্সর ছিলেন,ভিক্টোরিয়া স্পেশালিষ্ট হাসপাল ও ডায়াগনেস্টিক সেন্টার,সাব্বির অটো গ্যালারী সুজুকি শো রুম,যায়যায়দিন ফেন্ডসফোরাম নড়াইল,সিঙ্গার শো রুম সহ নড়াইলের স্থানীয় সামাজিক নেত্রীবৃন্দ।
আপনার অনুভূতি কী?