মামা-মামি ও বোনকে হত্যার দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড জেলা প্রতিনিধি- সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোনকে হত্যার দায়ে ভাগ্নে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (২০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আদালতের স্টেনোগ্রাফার শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক একই জেলার উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগ্নে। শরিফুল ইসলাম জানান, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকেই পলাতক রয়েছে। তিনি গ্রেফতার হওয়ার পর এই সাজা কার্যকর হবে। মামলার নথি সূত্রে জানা যায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলাকেটে হত্যা করেন রাজিব কুমার ভৌমিক। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই শ্রী সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইল থেকে পাওয়া মামা-ভাগ্নের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। এই মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

আপনার অনুভূতি কী?






