"পতিতাবৃত্তি 'শ্রম' নয়, এটি মহাপাপ ও সমাজ বিধ্বংসী অপরাধ:

লেখক -মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্" ইসলামি দৃষ্টিকোণ থেকে পতিতাবৃত্তিকে ‘শ্রম’ হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের বিশিষ্ট আলেম, কবি ও সাহিত্যিক মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ মাহমুদী। তিনি বলেন, ইসলামি শরীয়তের দৃষ্টিতে যেকোনো পেশার বৈধতার শর্ত হলো—তা কুরআন ও সুন্নাহর আলোকে শরীয়তের বিধান অনুযায়ী এবং নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অথচ পতিতাবৃত্তি এসব শর্তের সম্পূর্ণ পরিপন্থী। তিনি আরও বলেন, কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে—‘তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ।’ (সুরা বনী ইসরাইল, আয়াত: ৩২)। এই আয়াতের আলোকে পতিতাবৃত্তি যে হারাম ও মহাপাপ, তা নির্দ্বিধায় বলা যায়। তাই একে ‘শ্রম’ হিসেবে বিবেচনা করা ইসলামি নীতিমালার পরিপন্থী। হাদিস শরিফের উদ্ধৃতি দিয়ে মুফতী হাবিবুল্লাহ্ বলেন, “রাসুলুল্লাহ (সা.) কুকুরের মূল্য, পতিতার উপার্জন এবং গণকের পারিতোষিক হারাম ঘোষণা করেছেন।” (সহিহ বুখারি, হাদিস: ২১৩৮)। তিনি বলেন, ইসলাম কেবলমাত্র সেই পেশাকেই ‘শ্রম’ হিসেবে স্বীকৃতি দেয়, যা মানবতার কল্যাণে আসে এবং নৈতিকতার সীমা লঙ্ঘন করে না। অথচ পতিতাবৃত্তি সমাজ ধ্বংসের অন্যতম উপাদান। একে বৈধতা দেওয়া বা যৌনকর্ম হিসেবে পরিচিত করা ধর্ম, সমাজ এবং অর্থনৈতিক নীতির পরিপন্থী। সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম পতিতাবৃত্তি থেকে উদ্ধার, পুনর্বাসন এবং বিকল্প সম্মানজনক জীবনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেয়। তিনি বলেন, “পতিতাবৃত্তিকে স্বীকৃতি নয়; বরং তাদের পুনর্বাসন এবং নতুন জীবনের পথ দেখানোই হওয়া উচিত সমাজ ও রাষ্ট্রের কর্তব্য।” লেখক পরিচিতি: কবি, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও সংগঠক ক্বারী মাওলানা মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ মাহমুদী, সাহেবগঞ্জ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

Apr 22, 2025 - 11:15
 0  4
"পতিতাবৃত্তি 'শ্রম' নয়, এটি মহাপাপ ও সমাজ বিধ্বংসী অপরাধ:

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow