গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিনিধি,গাইবান্ধা —গাইবান্ধা সদর উপজেলা গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এর উদ্যোগে একটি জমকালো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা সবার মাঝে একাত্মতা ও উদ্দীপনা সৃষ্টি করে। শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন , এই টুর্নামেন্ট তৃতীয় আসর তাই সবাই কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আরো বলেন “যদি আমরা সবাই নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে আমাদের এই টুর্নামেন্ট আরও এগিয়ে যাবে,এই টুর্নামেন্টটি প্রতিবছরে হওয়াতে আমরা গর্বিত শিক্ষার্থীদের পরিচিতি থাকে কর্ম ব্যস্ততায় একই ব্যাচের সকল শিক্ষার্থী মিলিত হওয়া কষ্টসাধ্য। এই টুর্নামেন্ট হয়ে থাকে সাধারণত দুই ঈদের যেকোনো একটির ছুটিতে। তাই সবাই ঈদের ছুটিতে এসে উপভোগ করেন টুর্নামেন্টের এই বলে সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

আপনার অনুভূতি কী?






