বেনাপোল চেকপোস্ট কাস্টমসের এআরও মাহবুবের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি—নারী-পুরুষ পাসপোর্ট যাত্রীদের গায়ে হাত তোলা, অশোভন আচরণ—মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ দেশের বৃহত্তম আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীর পদচারণায় মুখর থাকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ চেকপোস্টে নিয়োজিত একজন কাস্টমস কর্মকর্তার আচরণ প্রশ্নের মুখে ফেলেছে গোটা ব্যবস্থাকে। অভিযোগ উঠেছে, বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মাহবুবুর রহমান প্রায়শই পাসপোর্ট যাত্রীদের সাথে অশোভন আচরণ, গায়ে হাত তোলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শুধু পুরুষ যাত্রীই নয়, নারী পাসপোর্ট যাত্রীরাও তার খারাপ আচরণের শিকার হচ্ছেন। ভারতীয় পাসপোর্টধারী মেনসেল রহমান রাব্বি বলেন, "আমি ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস স্ক্যানিং করে বাইরে যেতে চাইলে মাহবুব আমাকে ডেকে নানা অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। উত্তরের পরেও তিনি আমার জামার কলার ধরে টেনে ধরেন।" খুলনার রাধা রানী অভিযোগ করেন, "মাহবুব আমার গায়ে হাত তোলেন এবং আমাকে সিপাই দিয়ে ঠেলতে ঠেলতে বাইরে বের করে দেন।" স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, "মাহবুবের আচরণে মনে হয় তিনি মাদকের সাথে জড়িত। তদন্ত করলেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।" পিরোজপুর থেকে আগত আমিরুল ইসলাম বলেন, "আমি চিকিৎসা শেষে দেশে ফিরছিলাম, কিন্তু মাহবুবের আচরণ আমাকে হতবাক করেছে। বাধ্য হয়ে তার ছবি তুলেছি এবং সাংবাদিকদের কাছে তুলে ধরেছি।" এ বিষয়ে আন্তর্জাতিক চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান, "মাহবুব মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে পড়ে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।" স্থানীয়রা বলছেন, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে এমন একজন মানসিকভাবে অসুস্থ কর্মকর্তার দায়িত্বে থাকা জাতীয় নিরাপত্তা এবং দেশের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

Apr 9, 2025 - 23:45
 0  4
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের এআরও মাহবুবের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow