তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে, আটক ২
অভয়নগর প্রতিবেদক —রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজ’-এর সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে ভাইরা হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে কফিশপটির দুই কর্মীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, ঘটনাটি গত ১১ এপ্রিলের, আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কফিশপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে। ওসির ভাষ্যমতে, ভিডিওতে তরুণীকে যিনি লাঠি দিয়ে মারছিলেন, তিনি শুভ। এই ঘটনার তারিখ ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ তাকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওসি আরও জানান, যদি তরুণী বা তার অভিভাবককে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করছেন এবং জড়িতদের শাস্তি দাবি করছেন।

আপনার অনুভূতি কী?






