শৈলকুপায় গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি: চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট।

প্রতিবেদক: এইচ এম ইমরান, ঝিনাইদহ— ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। চেতনানাশক খাইয়ে ঘুম পাড়িয়ে ডাকাতদল স্বর্ণালংকার ও লক্ষাধিক নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত আনুমানিক দেড়টার দিকে সুমন কুমারের পরিবার ও রাত ২টার দিকে আনসার উদ্দিন মাস্টারের বাড়িতে ডাকাতদল হানা দেয়। সুমন কুমারের স্ত্রী দেবী দাস জানান, রাতে ঘুম ভেঙে তারা দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো, দরজা বাইরে থেকে আটকানো এবং স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও। পরে চাচাতো ভাইয়ের সহায়তায় তারা দরজা খুলে বাইরে বের হন। অন্যদিকে, আনসার উদ্দিন মাস্টারের ছোট ছেলের ঘরে ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে। এই পরিবারের সদস্যরাও খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ফোনে পাওয়া না গেলেও, সেকেন্ড অফিসার এসআই বিএম মনিরুজ্জামান জানান, ঘটনাটি চুরি না ডাকাতি তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, খোঁজ নেওয়া হচ্ছে। এদিকে সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

Apr 19, 2025 - 22:51
 0  58
শৈলকুপায় গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি: চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow