চকরিয়ায় সড়কে ঝরলো মা ও শিশু পূত্রের প্রাণ
জুলফিকার আলী।। কক্সবাজারচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও পাথরবোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত ও বাসের ১৪ যাত্রী আহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদ এর স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান মো. আরহাম।চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, চট্টগ্রামমূখী যাত্রীবাহী হানিফ বাসের সাথে কক্সবাজারমুখী পাথরবোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আফরিন নিগার। এসময় তার ছেলে সন্তান আরহামসহ ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত শিশু আরহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো জানান, আইরিন নিগার প্রত্যাশী নামে একটি বেসরকারি (এনজিও) সংস্থায় কর্মরত। কর্মস্থল থেকে শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে আনোয়ারা শ্বশুর বাড়ি যাওয়ার পথে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা নামক এলাকায় বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়

আপনার অনুভূতি কী?






