যশোর হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা মিন্টুর খোঁজখবর নিলেন এ্যাডভোকেট শহিদ ইকবাল
সংবাদদাতা: বিএম সাব্বির হাসান, মণিরামপুর (যশোর) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শহিদ মোঃ ইকবাল হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হঠাৎ ডায়াবেটিস ও উচ্চরক্তচাপজনিত জটিলতায় গত ১৮ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি ইউনিটের ১ নম্বর বেডে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার বড় ছেলে তোহা। এ্যাডভোকেট শহিদ মোঃ ইকবাল হোসেন বলেন, “আমি নিজে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, মিন্টু ভাই আগের চেয়ে অনেকটা ভালো আছেন। ইনশাআল্লাহ, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক ও ব্যক্তিজীবনে ফিরবেন।” ---

আপনার অনুভূতি কী?






