ঝিনাইদহের শৈলকুপায় দফায় দফায় সংঘর্ষে দু’পক্ষে আহত-২৫
ঝিনাইদহ:—ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আবারো সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে রইচ উদ্দিন সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরই জের ধরে শুক্রবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বৃহস্পতিবার রাতে মারামারির জের ধরে আবারো দু’পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। দু'একটি বাড়িঘর ভাংচুরুরের ঘটনা ঘটেছে। আমরা এলাকায় আছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার অনুভূতি কী?






