নড়াইলে যুবদল কর্মী হত্যা, মামলা ও গ্রেপ্তার।

আব্দুল হামিদ শেখ, নিজস্ব প্রতিবেদক- নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে যুবদল কর্মী ও বালু ব্যবসায়ী মোঃ সালমান খন্দকার (২৬) হত্যাকাণ্ডে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ১১ মে রোববার সকালে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। এ ঘটনায় মোঃ মশিয়ার মোল্লা নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। লোহাগড়া থানা পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, ৮ মে রাতে সালমান পিকনিক শেষে বাড়ি ফিরে আবার বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে কাউলিডাঙ্গা বেল এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে ১০ মে লোহাগড়ায় বিএনপি ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বক্তব্য রাখেন জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, মামলার এজাহারভুক্তদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। বাকিদের ধরতে অভিযান চলছে।

মে 12, 2025 - 20:19
 0  6
নড়াইলে যুবদল কর্মী হত্যা, মামলা ও গ্রেপ্তার।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow