মণিরামপুরে পণ্য ডেলিভারি ম্যানের ওপর হামলা: গলায় ও হাতে ছুরিকাঘাত, টাকা ছিনতাই।

বিএম সাব্বির হাসান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি যশোরের মণিরামপুরে মো. হাসান আলী (১৮) নামে এক যুবককে গলায় ও হাতে ছুরিকাঘাত করে পণ্য ডেলিভারির টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত হাসান উপজেলার মুন্সিখানপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসানকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাতে ৫টি ও গলায় ৫টি সেলাই পড়েছে। স্থানীয়রা জানান, মো. হাসান আলী একটি কসমেটিক্স ডিলারের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। বুধবার সকাল ১০:৪০ মিনিটের দিকে পণ্য ডেলিভারি শেষে ডিলার পয়েন্টে ফেরার সময় খানপুর নতুনহাট বটতলা এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। মো. শরীফ তোহা নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মোটরসাইকেলে করে ফেরার পথে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখে দ্রুত ৯৯৯ নম্বরে কল করেন। তবে পুলিশ আসার আগেই স্থানীয়রা ভ্যানযোগে আহত হাসানকে হাসপাতালে নিয়ে যায়। মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো অস্ত্র (খুর) দিয়ে আঘাত করা হয়েছে, তবে গুরুতর কোনো জটিলতা নেই। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। ঘটনার পরপরই মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মে 8, 2025 - 10:53
 0  3
মণিরামপুরে পণ্য ডেলিভারি ম্যানের ওপর হামলা: গলায় ও হাতে ছুরিকাঘাত, টাকা ছিনতাই।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow