বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ গত ৪ মে ২০২৫: রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন এই দুই মহান কবির জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আলোচনা হয় কবিদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে। সভায় জেলা প্রশাসক বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করার একটি প্রয়াস। তিনি উপস্থিত সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান। সভা শেষে সকল সদস্য আসন্ন আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার অনুভূতি কী?






