শ্রীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস।
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে চন্ডিখালী হাটে চাল বিতরণের সময় ৩০ কেজির পরিবর্তে প্রতি বস্তায় ২৮.৫ থেকে ২৯ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান উপকারভোগীরা। কার্ডধারীরা জানান, তারা সরকার নির্ধারিত ৩০ কেজি চালের দাম পরিশোধ করলেও হাতে পেয়েছেন কম। বিষয়টি প্রমাণ করতে স্থানীয় একটি দোকান থেকে ওজন মেশিন এনে পরীক্ষা করলে দেখা যায়, বেশির ভাগ বস্তায় ১ থেকে ১.৫ কেজি কম রয়েছে। ডিলার মনিরুল ইসলাম মন্নু, যিনি গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৬ সাল থেকে এই ডিলারশিপ পরিচালনা করছেন, অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আমি কখনো ওজনে কম চাল দিইনি।” শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী জানান, অভিযোগের বিষয়ে প্রশাসন অবগত আছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার অনুভূতি কী?






