রক্তের অভাবে আর মৃত্যু নয়: খুলনা ব্লাড ফাইটার্সের ৩য় বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদন মোঃ ইসমাইল হোসেন খুলনা - “আমাদের অঙ্গিকার—রক্তের অভাবে মারা যাবে না কেউ আর” এই মহৎ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো খুলনার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ফাইটার্সের ৩য় বার্ষিক সভা। শুক্রবার, ২ মে ২০২৫ ইং তারিখে খুলনার করোনেশন কারিগরি বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে খুলনা ও আশপাশের এলাকার রক্তযোদ্ধারা একত্রিত হয়ে নতুন প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. শফিকুল আলম মনা, আহ্বায়ক, খুলনা ডায়াবেটিক সমিতি। তিনি বলেন, “মানবতার সেবায় খুলনা ব্লাড ফাইটার্স যে অগ্রণী ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি মানুষকে এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে হবে।” বিশেষ অতিথি ছিলেন জনাব ইবাদুল হক রুবায়েদ, উপদেষ্টা, তেরখাদা উপজেলা ব্লাড ব্যাংক। তিনি বলেন, “রক্তদান জীবন বাঁচায়—এই সহজ সত্যকে বাস্তবে রূপ দিতে খুলনা ব্লাড ফাইটার্স কাজ করে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টা আরও বিস্তৃত হোক, এই কামনা করি।” সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: জনাব শাহ্ জিয়াউর রহমান স্বাধীন, উপদেষ্টা, খুলনা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক; প্রধান উপদেষ্টা, খুলনা ব্লাড ফাইটার্স। জনাব সালেহ্ উদ্দিন সবুজ, প্রতিষ্ঠাতা, খুলনা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক। জনাব কে. এম দেলোয়ার হোসেন, উপদেষ্টা, খুলনা ব্লাড ফাইটার্স। জনাব জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট সমাজসেবক। জনাব আঃ হাকিম সোহাগ, উপদেষ্টা, খুলনা ব্লাড ফাইটার্স। সভায় সভাপতিত্ব করেন মোঃ হাসিব ভূঁইয়া। সঞ্চালকের দায়িত্বে ছিলেন নাজিম সরদার (আকাশ)। সভায় বক্তারা বলেন, দেশে প্রতিদিনই বহু মানুষ রক্তের অভাবে মৃত্যুর ঝুঁকিতে থাকে। অথচ সচেতনতা ও সদিচ্ছা থাকলে এই সংকট দূর করা সম্ভব। খুলনা ব্লাড ফাইটার্স সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ বিনামূল্যে রক্ত পেয়েছেন। এছাড়া অক্সিজেন সরবরাহ, রোগীর পাশে মানসিক সমর্থন দেওয়া এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। সভায় ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে আরও বৃহৎ পরিসরে রক্তদান শিবির আয়োজন, ব্লাড ব্যাংকের পরিসর বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে গণসচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সভায় অংশ নেওয়া সকল অতিথি ও সদস্যরা মানবতার সেবায় আরও দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, খুলনা ব্লাড ফাইটার্স একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর থেকে সেবা, সহানুভূতি ও মানবতার মশাল জ্বালিয়ে যাচ্ছে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়

মে 2, 2025 - 12:23
 0  5
রক্তের অভাবে আর মৃত্যু নয়: খুলনা ব্লাড ফাইটার্সের ৩য় বার্ষিক সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow