বুয়েট ভিসি ড. সত্য প্রসাদ মজুমদারের পদত্যাগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ভাইস-চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) চ্যান্সেলর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কার্যালয়ে একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩ জুলাই ২০২৪ তারিখের নং ৩৭.০০.০০০০.০৮০.১১.০০১.২৪-১৪০ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী আমি গত ৩ জুলাই, ২০২৪ তারিখে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করি। শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি সাধনের জন্য তথা বুয়েটের সুনাম রক্ষার জন্য কাজ করেছি। বর্তমানে আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস-চ্যান্সেলর পদ থেকে অদ্য ১৮ আগস্ট, ২০২৪ তারিখ পদত্যাগ করলাম। এতে আরও বলা হয়, এমতাবস্থায়, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে অদ্য ১৮ আগস্ট ২০২৪ তারিখ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

আগস্ট 18, 2024 - 17:23
 0  4
বুয়েট ভিসি ড. সত্য প্রসাদ মজুমদারের পদত্যাগ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow