কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মোর্তজা হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও সমবায় এর পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের সূচনা করা হয়। পরে সমবায়ীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে আলোচনায় মিলিত হয়। কলারোয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে কলারোয়া উপজেলায় সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছাস্মারক হিসেবে ৫টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলি হলো, সর্বোচ্চ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী উপজেলা বিআরডিবি, শ্রেষ্ঠ উৎপাদনমুখী সমবায় সমিতি ঝিকরার সীমান্ত বহুমুখি সমবায় সমিতি, ওয়াটার ইনোভেশন সমবায় সমিতি পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, সামাজিক কার্যক্রমে (শিশু শিক্ষা) অবদানে কাজিরহাটের আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতি এবং ক্ষুদ্র ঋণ পরিচালনায় অবদানে আগামি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিআরডিবির সভাপতি সাইফুল্যাহ আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা জামাতের আমীর মাওলানা কামরুজ্জামান, যুবদলের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু প্রমুখ। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, তবিবুর রহমান, মনোয়ারা বেগম, পারুল বেগম, সোমা মন্ডল, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির শরিফুল ইসলাম প্রমুখ। আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায়ীবৃন্দ, সমবায় দপ্তরের উপপরিদর্শক পরিমল কুমার, মৌসুমী আক্তার, অফিস সহকারি মনির হোসেন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নভেম্বর 2, 2024 - 17:58
 0  5
কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow