নড়াইলের শিমুলিয়া মহাবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ইকবালকে সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি —খুলনা বি এল কলেজের সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক নড়াইলের কৃতি সন্তান প্রফেসর ইকবাল হোসেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে ১০ ই এপ্রিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বরন করে নেয়। (১৯ মার্চ ২০২৫) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর এম এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।কমিটিতে আরও তিনজন সদস্য রয়েছেন-সদস্য সচিব প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজি তাকিবুর রহমান , অভিভাবক সদস্য ইসহাক গাজি এবং সাধারণ শিক্ষক সদস্য আবুল হুসাইন। প্রফেসর ইকবাল হোসেন নড়াইল সদর উপজেলার ৮ নং কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান । তিনি পেশাগত জীবনে খুলনা বি এল কলেজের সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে চাকরি করেছেন। ইং ২০০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ প্রফেসর ইকবাল হোসেনকে অভিনন্দন জানিয়েন। এলাকাবাসী জানায় এই প্রথম একজন যোগ্য সভাপতি এই কলেজের সভাপতি হয়েছে, এবার প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখবে। নবনির্বাচিত সভাপতি প্রফেসর ইকবাল বলেন আমার গ্রামের প্রতিষ্ঠান এটি, আমার চিন্তাধারা শিমুলিয়া গ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। তার জন্য সর্বপ্রথম শিক্ষিত মানুষের হার বাড়াতে হবে। পেশাগত জীবনে জাতির জন্য একই কাজ করেছি তাই বাকি জীবনটা আমার এলাকার জন্য উৎস্বর্গ করতে চাই।

Apr 10, 2025 - 23:06
 0  51
নড়াইলের শিমুলিয়া মহাবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ইকবালকে সংবর্ধনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow