পাইকগাছায় বিএনপির উদ্যোগে ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় বিএনপির উদ্যোগে ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নতুন বাজারে গ্রামীন চক্ষু হাসপাতালের সহায়তায় গদাইপুর ইউনিয়ন বিএনপি এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ২৩শে নভেম্বর রোজ শনিবার সকাল ১০টা থেকে গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আবু সালেহ ইকবাল এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এ্যাড সাইফুদ্দীন সুমন। বিএনপি নেতা মাষ্টার বাবার আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ খোরশেদ আলম ও বক্তব্য রাখেন এস এম মোহর আলী, হাবিবুর রহমান বাবুল. প্রভাষক মনিরুজ্জামান মনি. হুরাইরা বাদশা. এস এম শামসুজ্জামান. জামিনুর রহমান রানা রাসেল হুসাইন. রায়হান পারভেজ টিপু. ওবায়দুল্লাহ সরদার, আসাদুজ্জামান মামুন. তৈবুর রহমান ইউনুস সরদার. কামরল ইসলাম. মাহবুব সরদার. আতিয়ার রহমান. কাজী সোহাগ. জাহাঙ্গীর গাজী. রাশেদ বিশ্বাস. আবদুল কুদ্দুস. রিয়াদ. জামাল হোসেন. কামাল হোসেন. আতিয়ার রহমান, সোহেল উদ্দীন ও আশরোফ। আজ পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন; হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। আজ ২৪ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কিশোরী মোহন মন্ডল। নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার মধ্যে ৪ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মূল নির্বাচনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যাদের মধ্যে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরা হলেন জিএম আব্দুস সাত্তার, প্রশান্ত মন্ডল ও এফএম এ রাজ্জাক। সহ সভাপতির দুটি পদের বিপরীতে প্রার্থী হলেন প্রশান্ত কুমার ঘোষ, আব্দুল মজিদ গাজী, কামরুল ইসলাম ও জিএম আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে জিএম আক্কাস আলী ও অজিত কুমার সরকার। যুগ্ম সম্পাদক পদে সমরেশ চন্দ্র মন্ডল ও একরামুল হক বিশ্বাস। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে সঞ্চয় কুমার মন্ডল ও কাজী সাইফুল ইসলাম। লাইব্রেরী সম্পাদক পদে আব্দুল মালেক ও বিজয় কৃষ্ণ মন্ডল। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাশনা শারমিন আঁখি, ৩ সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভবরঞ্জন বৈদ্য। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা।
আপনার অনুভূতি কী?