কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আট
,স্টাফ রিপোর্টার—সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মৌতলা ও উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তেল পাম্প এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত কাশেম মোড়লের ছেলে মাহাদুর মোড়ল (৩৫), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত জহর আলীর ছেলে মিয়ারাজ হোসেন (৫২), এবং একই উপজেলার বয়রা গ্রামের মৃত আমিন গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৩)। পাউখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর একটি টিম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মৌতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় মাহাদুর মোড়লকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কালিগঞ্জ তেল পাম্প এলাকা থেকে মিয়ারাজ হোসেন এবং ইয়াবার পাইকারি বিক্রেতা মোস্তফা গাজীকেও আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং তিনটি বাটন ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটক তিনজনকে জব্দকৃত মালামালসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং পূর্বে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার অনুভূতি কী?






