সাতক্ষীরার কালীমন্দিরের চুরির সঙ্গে দুর্গাপূজার কোন সম্পর্ক নেই : যশোরে খুলনা রেঞ্জ ডিআইজি
যশোর প্রতিনিধি: সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের স্বর্ণের মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক। তিনি আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আজ রাত ৯টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যান ডিআইজি রেজাউল হক। এসময় পূজামণ্ডপ ঘুরে দেখেন। একই সাথে আশ্রমের মহারাজসহ হিন্দু নেতাদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি আরো বলেন, সাতক্ষীরার কালীমন্দিরের স্বর্ণের মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার কোন সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে ঐ মন্দিরে স্থানীয় দুটি পক্ষের বিরোধ রয়েছে। একটা শ্রেণী ঐ মন্দিরটা নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে পুলিশ অনুসন্ধানে কাজ করছে। দেশবাসী একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিস্কার করা হবে। ডিআইজি বলেন, সিসিটিভি থেকে আমরা দেখেছি চোরটির বয়স ২৫ থেকে ৩০ মধ্যে। চোরটি সুকৌশলে কালি মন্দরের ভিতরে ঢুকে প্রতিমার পিছন থেকে চুরির কাজটি করেছে। ব্যক্তিটাকে ক্যামেরার মাধ্যমে চেনা যাচ্ছে। আমরা স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বিভিন্ন পেশায় জড়িতদের সঙ্গে আলাপ করেছি। ছেলেটির ছবি তাদেরকে দেখেছি। এখন আমরা অনুমান করছি, ছেলেটি ঐ অঞ্চলের নয়। আমরা তার নাম ঠিকানা এখনো পরিচয় পায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেটা মনে করছি সমাজে কিছু খারাপ মানুষ থাকে। যারা আমাদের উৎসবকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটি করেছে। এখন ঘরে ঘরে দূর্গাপূজার উৎসব চলছে, আর যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে সেটা কালি মন্দিরে। ফলে দুর্গাপূজার সঙ্গে চুরির কোন সম্পর্ক দেখছি না। বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি, আশাকরি দ্রুত চোরকে চিহ্নত করতে পারবো এবং মুকুটটি উদ্ধার করতে পারবো। পরিদর্শনকালে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিএনপি'র খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানসহ নেতৃবৃন্দরা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
আপনার অনুভূতি কী?