কুষ্টিয়ায় এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে নিয়ম বহির্ভূত ভাবে ডিউটি করায় শিক্ষক বহিস্কার!
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:— এস,এস,সি পরীক্ষায় কুষ্টিয়া মিরপুরের হালসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আজ নিয়ম বহির্ভূত ভাবে ডিউটি করায়, মাজিহাট হাই স্কুলের কৃষি শিক্ষক আলাউদ্দিন কে শো,কো,জ করা হয়েছে। হালসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব, হালসা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আ : ছালামের বন্ধু আলাউদ্দিন এর মেয়ে কাটদহচর, হাউসপুর,নলকোলা হাই স্কুলের এস,এস,সি পরীক্ষার্থী। তাকে নিয়ম বহিভূত ভাবে সুবিধা দেয়ায় তাকে শোকোজ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আপনার অনুভূতি কী?






