ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রাইটনকে হারিয়ে সিটিকে টপকে পয়েন্টস টেবিলে শীর্ষে উঠে আসে লিভারপুল। এই ম্যাচে শুরুতেই পিছিয়ে যায় স্বাগতিকেরা। ম্যাচের ১৪তম মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। সিটির মতো লিভারপুলও বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে। সেই গোল লিভারপুল শোধ দেয় ৬৯ মিনিটে। কোডি গাকপোর পায়ে সমতায় ফেরে স্বাগতিকরা। এর তিন মিনিট পর মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে লিড নেয় অলরেডরা। ব্রাইটন সমতায় ফিরতে না পারলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় লিভারপুল। মোট ১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

নভেম্বর 3, 2024 - 10:50
 0  3
ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow