নাব্যতা সংকটে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি চরমে
নাব্যতা সংকটে গত দুইদিন ধরে আরিচা-কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে পাবনাসহ উত্তরের কয়েকটি জেলার যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। ঘাটের দুইপ্রান্তে কয়েকশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এদিকে, নৌ রুটটি দিয়ে চলা যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসি জানায়, ফেরি চলতে যে পরিমাণ পানির গভীরতা প্রয়োজন তা আরিচা এপ্রোচ চ্যানেলের কাছে নেই। ফলে ফেরি ডুবোচরে আটকে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার (১ নভেম্বর) রাত থেকে ফেরি চলাচল পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়। ঘাটটি সচলে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
আপনার অনুভূতি কী?