বিমসটেক সম্মেলন: ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা

অভয়নগর প্রতিবেদক —বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। এরইমধ্যে থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি।এই চুক্তিতে সই করেছেন ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা। আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এদিকে, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান জানান, ৪ এপ্রিল শুক্রবার রাতে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

Apr 3, 2025 - 11:31
 0  3
বিমসটেক সম্মেলন: ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow