টেপে মোড়ানো লাশ পড়ে ছিল রাস্তার পাশে
রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের দুবলাই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাজিপুর থানার ওসি নূরে আলম জানান। নিহত এনামুল হক (৪৫) একই উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে। স্থানীয়রা বলেন, নির্জন স্থানে লাশটি দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মরদেহের হাত-পা ও মুখ মোটা টেপ দিয়ে মোড়ানো এবং গলায় মাফলার দিয়ে প্যাঁচানো ছিল। তার পরনে লুঙ্গি ও খয়েরি রঙের শার্ট ছিল। শার্টের ওপরে ছিল নীল রঙের উলের হাতাকাটা সোয়েটার। মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে ওসি নূরে আলম জানান।

আপনার অনুভূতি কী?






