কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন।
আবুজার কেশবপুর —কেশবপুরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক ময়দানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় নানা শ্রেনী-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার অনুভূতি কী?






