বিচারক সংকট নিরসন ও অবকাঠামো উন্নয়নে অঙ্গীকার: বান্দরবান পরিদর্শনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অভয়নগর প্রতিবেদক—অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই দেশে বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ১২ এপ্রিল শনিবার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভবন নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “প্রতিটি জেলায় এজলাস ও বিচারক সংকট এখন কমন সমস্যা। বান্দরবানের আদালত ভবনে জায়গার সংকুলান না থাকায় বিচারপ্রত্যাশীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।” তিনি জানান, হাফেজঘোনা এলাকায় ভবন নির্মাণ নিয়ে নানা আপত্তি থাকলেও, অপকারের চেয়ে উপকার বেশি হলে অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শুরু করা হবে। এ বিষয়ে আইনজীবীদের মধ্যেও মতানৈক্য থাকলেও, অন্তর্বর্তী সরকারের সময়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। বিচার ব্যবস্থার ওপর চাপ কমাতে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক শালিসের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন তিনি। পরিদর্শন শেষে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন আইন উপদেষ্টা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) তিনি দুই দিনের সফরে পার্বত্য জেলা বান্দরবানে আসেন এবং নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন শেষে শনিবার আদালত ভবনের স্থান পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যান।

আপনার অনুভূতি কী?






