মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার, জব্দ কাঠের বোট

প্রতিবেদক: এস কে সিরাজ, শ্যামনগর, সাতক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বিশেষ অভিযানে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকা থেকে হরিণের একটি চামড়া এবং ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি শিকারে ব্যবহৃত কাঠের বোটও জব্দ করা হয়। গত ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার রাত ১০টায় পরিচালিত এ অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত চামড়া, মাংস এবং কাঠের বোট আইনানুগ ব্যবস্থার জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Apr 12, 2025 - 22:15
 0  3
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার, জব্দ কাঠের বোট

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow