কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের নয়ন ইসলাম (২৫) এবং সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান, কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, নিহতরা প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলে ছিলেন। রংসাইড দিয়ে ওভারটেক করার সময় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পেছনের সিটে থাকা তৃতীয় আরোহী মিজানুর রহমান সৌভাগ্যক্রমে অক্ষত রয়েছেন। এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক বাস শনাক্তে তদন্ত চলছে।

Apr 12, 2025 - 22:33
 0  6
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow