নড়াইলের চন্ডীবরপুরে ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় আটক-৩
রাসেল নড়াইল।।। নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ব্যবসায়ী মহব্বত(৩৫)কে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার আনুমানিক রাত ১১টার দিকে ইউনিয়নের চলিতালা বাজার থেকে নিজ বাড়ি চাকুলিয়া ফেরার পথে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীর ছোট ভাই হেদায়েত হোসেন জানান,প্রতিদিনের ন্যায় রবিবার রাতে বাড়ীতে ফেরার পথে চাকুলিয়া গ্রামের হাজী আলহাজ্ব আবু জাফরের সেজে ছেলে ব্যবসায়ী মহব্বত তার ব্যাবসায়ীকি টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা মহব্বত কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়ার পর মহব্বত ছিনতাইকারীদের কাছে টাকা রেখে নিজের মানিব্যাগ ফেরত চাইলে ভূল ক্রমে ছিনতাইকারী নিজের মানিব্যাগ দিয়ে দেয়। পরে সেই মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে ছিনতাইকারী সনাক্ত করা হয়। ছিনতাইকারীরা হলো একই ইউনিয়ন এর নিধিখোলা গ্রামের আসাদ মোল্লার ছেলে মেহেদী ও তার দুই সহযোগী লোহাগড়া উপজেলার রায়গ্রামের মোঃ রবিউল ইসলাম, নড়াইল সদরের বরাশুলা গ্রামের মোঃ মনিরুজ্জামান মন্নু ও সাতক্ষীরার আশিকুজ্জামান আকাশ। মহব্বত কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা খারাপ হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর নিয়ে যাওয়া হয়। সদর থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত কর বলেন, অভিযোগ পেয়েছি এবং মূল আসামী সহ তার দুই সহযোগীকে আটক করা হয়েছে
আপনার অনুভূতি কী?