নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে অজিদের মুখোমুখি হবে প্রোটিয়ারা

সবশেষ বিশ্বকাপের ফাইনালের মহারণ এবার ফিরে এলো শেষ চারে। শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম সেমির ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আসরের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া। তাই আত্নবিশ্বাসের তুঙ্গে থেকে মাঠে নামবে তারা। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধের নেশায় লড়বে প্রোটিয়ারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সাথে ১০ বারের দেখায় একবারই জয়ের মুখ দেখেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব আসরেও একচেটিয়া আধিপত্য অজিদেরই। উল্লেখ্য, গত আট আসরে ৭ বারই ফাইনালের মঞ্চে উঠেছে তারা। অন্যদিকে গত আসরে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল খেলেছিলো আফ্রিকান মেয়েরা।

অক্টোবর 17, 2024 - 17:03
 0  4
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে অজিদের মুখোমুখি হবে প্রোটিয়ারা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow