বাংলাওয়াশের পর যা বললেন শান্ত

নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দারুণ এই সিরিজ জয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই। সেই তালিকায় আছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার অসাধারণ অধিনায়কত্বই সিরিজের পার্থক্য গড়ে দিয়েছি বলে ধরা হচ্ছে। মঙ্গলবার (৩ রা সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দলের সার্বিক পারফরম্যান্সে অত্যন্ত সন্তুষ্ট এই ব্যাটার মনে করেন, এই সিরিজ জয় দলকে অনেক আত্মবিশ্বাস জোগাবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়তা করবে। শান্ত বলেন, ‘সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারব না, সত্যিই খুব খুশি। এখানে আসার আগে থেকেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে এসেছিলাম এবং প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি ভীষণ সন্তুষ্ট।’ দলের বোলিং ইউনিটের প্রশংসা করে শান্ত বলেন, ‘বোলিং ইউনিট খুবই প্রভাবশালী ছিল। তাদের পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। প্রত্যেকেই নিজেকে সততার সাথে প্রস্তুত করেছে এবং জয়টা তাদের লক্ষ্য ছিল। এই কাজের নীতি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি তারা এভাবেই চালিয়ে যাবে।’শান্ত আরও উল্লেখ করেন ওপেনিং ব্যাটারদের অবদান নিয়ে। যদিও মাহমুদুল হাসান জয় কিছু ইনজুরির কারণে খেলা মিস করেছেন, তবে সাদমান ইসলামের প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এ ছাড়া জাকির হাসানের ছয়-সাত ওভারের আগ্রাসী ব্যাটিং দলের জন্য মোমেন্টাম এনে দিয়েছে বলে মনে করেন অধিনায়ক। মিডল-অর্ডারের খেলোয়াড়দের প্রসঙ্গে শান্ত বলেন, ‘দলের মিডল অর্ডারের অভিজ্ঞ খেলোয়াড়রা যেমন মুশফিক ভাই, সাকিব ভাই, লিটন, ও মুমিনুল আমাদের অনেক অভিজ্ঞতা এনে দিয়েছে। পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ, এবং এই সিরিজ আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আমি আশা করি, তারা আগামী সিরিজে আরও ভালো করবে।’ মেহেদী হাসান মিরাজের ভূমিকা নিয়েও প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে মিরাজ যে ধরনের উইকেটে পাঁচটি উইকেট নিয়েছে, তা সত্যিই চমৎকার। সাম্প্রতিক সময়ে কোচদের সঙ্গে কাজ করে তার উন্নতি ছিল চোখে পড়ার মতো। আশা করি, ভারতের বিপক্ষেও সে একইভাবে পারফর্ম করবে।’ অধিনায়ক শান্ত দলের পারফরম্যান্স সম্পর্কে বলেন, ‘এটা পুরোপুরি একটা দলগত খেলা ছিল। যারা মাঠে নামতে পারেনি, তারাও প্রচুর পরিশ্রম করেছে, যা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুধু রান করা বা উইকেট নেওয়ার ওপর আমাদের দৃষ্টি ছিল না, বরং যারা সুযোগ পায়নি, তাদেরও অবদান ছিল অপরিসীম। এটাই আমাদের সাফল্যের মূল কারণ, এবং আমি আশা করি এ সংস্কৃতি ধরে রাখব।’

Sep 3, 2024 - 20:27
 0  7
বাংলাওয়াশের পর যা বললেন শান্ত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow