শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে স্থাপনা নির্মাণ ধুনটে ইউএনওর কাছে অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি—বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের আমজাদ হোসেন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়। ওই সময় গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি আবুল হোসেন ফকির স্বেচ্ছায় বিদ্যালয়ের নামে ৫০ শতক জমি দান করেন। বর্তমানে সেখানে পাকা ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযোগে বলা হয়, জমিদাতার ভাতিজা আমজাদ হোসেন ফকির দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল তিনি উক্ত জমিতে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। বাধা দিতে গেলে বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৩ এপ্রিল ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে আমজাদ হোসেন ফকিরসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। গণশুনানির অংশ হিসেবে আগামী ২৩ এপ্রিল বিষয়টির শুনানি হবে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেন ফকির বলেন, “আমি জমির দাতার ওয়ারিশদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়েছি। এটি আমার নিজস্ব জমি, তাই সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছি। বিদ্যালয়ের জমির সঙ্গে এর সম্পর্ক নেই।

Apr 18, 2025 - 07:46
 0  3
শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে স্থাপনা নির্মাণ ধুনটে ইউএনওর কাছে অভিযোগ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow