পাইকগাছা রাড়ুলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা( খুলনা) প্রতিনিধি!! পাইকগাছা রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার সংলগ্ন গণেশের মোড় নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। ০৫,০৯,২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুর ২,৩০ মিনিটে , খুলনা পাইকগাছার বাঁকা বাজার গনেশের মোড় নামক স্থনে উপজেলার রাড়ুলী গ্রামের ইসলাম মোড়লের পুত্র এরশাদুল ইসলাম এরশাদ মোড়ল(৩০) একই গ্রামের মোস্তফা শেখের বাঁকা বাজার গণেশের মোড়ে ক্রয়কৃত বাড়ির দ্বিতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদুল ইসলাম এরশাদ মোড়ল (২০) ওই এলাকার রাড়ুলী গ্রামের ইসলাম মোড়লের একমাত্র ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় এরশাদুল মোস্তফা শেখের ছাদের উপরে কাঠের ফ্রেমের ( বাটাম) তৈরীর কাজ করছিলেন । উক্ত ঘরের উপর দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন বিদ্যুৎতের তার ছিল । যে তার খুব কাছাকাছি হাওয়াতে অত্যন্ত ঝুঁকি নিয়ে এরশাদ কাজ করছিলেন। হঠাৎ দুপুর ২:৩০ মিনিটের দিকে এরশাদের মাথায় পেচানো গামছা দিয়ে ঘাম মুছতে এরশাদ উঠে দাঁড়ান এবং হাত উচু করে গামছা ঝাড়ার চেষ্টা করেন মূহুর্তে পাশে থাকা বিদ্যুৎতে তারে স্পর্শ হয়ে যায় এবং তারের সাথে এরশাদের ঘাড় আটকে থাকা অবস্থায় এরশাদের মৃত্যু হয়। উপস্থিত লোকজন এরশাদকে বাঁশ দিয়ে ঠেলা ঠেলি করে নিচে নামিয়ে আনেন। এরশাদ তার বাবার একটা মাত্র ছেলে ও দুজন বোন রয়েছে । এরশাদ বিবাহিত জীবনে দুই সন্তানের পিতা । একছেলে বয়স ৩ বছর এবং মেয়ে বয়স ১১ মাস। এরশাদ ব্যক্তি জীবনে আদর্শবান মানুষ হিসেবে সকলের কাছে খুবই প্রিয়, তিনি পেশায় কাঠের মিস্ত্রী হিসাবে ছাদের জন্য ব্যবহৃত কড়ে বর্গা কাজ করতেন। এলাকায় এরশাদের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমেছে।
আপনার অনুভূতি কী?