চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে — ইবাদুল হক রুবায়েদ

প্রতিবেদন নুর মোহাম্মদ খান লিটু —ফুলতলা (খুলনা), ৬ এপ্রিল, রবিবার ২০২৫: ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশার-এর উপর ন্যক্কারজনক বোমা হামলার প্রতিবাদে আজ ফুলতলা স্বাধীনতা চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ-এর জোরালো বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ইবাদুল হক রুবায়েদ বলেন, “বাশার চেয়ারম্যানের উপর হামলা প্রমাণ করে, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এই হামলা শুধু একজন নেতার উপর নয়, বরং গণতন্ত্রের উপর আঘাত।” তিনি আরও বলেন, “আমরা এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করব। জনগণকে সাথে নিয়ে বিএনপির প্রতিটি স্তরে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।” সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মন্টু, আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, সদস্য শেখ আব্দুর রশিদ ও মল্লিক আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রনু, খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোঃ কবির হোসেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের সভাপতিত্ব করেন শেখ আবুল বাশার নিজেই। সঞ্চালনায় ছিলেন ইঞ্জিঃ মোঃ মনির হাসান টিটো, সদস্য সচিব, ফুলতলা উপজেলা বিএনপি। সমাবেশে নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে দমন করা যাবে না। ইবাদুল হক রুবায়েদ-এর দৃপ্তকণ্ঠে উচ্চারিত বক্তব্য উপস্থিত জনতার মধ্যে সাহস ও উদ্দীপনা সৃষ্টি করে। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন দৈনিক অভয়নগর নিউজ এ

Apr 6, 2025 - 21:43
 0  15
চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে — ইবাদুল হক রুবায়েদ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow