বালিয়াকান্দিতে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ নুরুল ইসলাম , রাজবাড়ী প্রতিনিধি। আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শীতে দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সব কিতাব ও নবীর প্রতি ইমান আনয়ন করলে এবং আল্লাহ-প্রেমে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, সাহায্যপ্রার্থীদের ও দাস মুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ প্রতিষ্ঠা করলে, জাকাত দিলে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে; অর্থসংকটে, দুঃখ-ক্লেশে ও সংগ্রাম-সংকটে ধৈর্য ধারণ করলে। এরাই তারা, যারা সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি।’ সমাজের সংগতিসম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশের বৃহত্তর জনজীবনে শীত নৈরাশ্য ও বেদনার ধূসর বার্তাবাহক মাত্র। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। এই চিন্তাধারা মাথায় নিয়ে প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পিষ্ঠপোষক সাবেক সেনা কর্মকর্তা রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের ভাতসালা গ্রামের কৃতিসন্তান লেফটেন্যান্ট জেনারেল (অব) এসএম মতিউর রহমান জুয়েল এর আর্থিক সহায়তায় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে বাড়ীতে বাড়ীতে গিয়ে কম্বল, জ্যাকেট, মাফলার ও শিশু শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলার কুবদী, খাটা কুবদী, পারকুল, শ্যামসুন্দরপুর, বেতাঙ্গা, চরআড়কান্দী, ডুমাইন, আড়পাড়া, গড়িয়াদহসহ বেশ কয়েকটি গ্রামের শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্দ্যোগে প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক লেফটেন্যান্ট জেনারেল (অব) এসএম মতিউর রহমান জুয়েল এর পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, সার্জেন্ট (অব) মোঃ ওবায়দুর রহমান, কর্পোরাল (অব) মোঃ মমিন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনিচ শেখ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ডিসেম্বর 26, 2024 - 19:42
 0  4
বালিয়াকান্দিতে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow