ঈদ উপলক্ষে খুলনা বিআরটিএ এর অভিযান ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কার্যক্রম পরিচালনা: 

খান জাহান আলী ও খালিশপুর থানা প্রতিনিধি—খুলনা বিআরটিএ এর উদ্যোগে ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ জন্য ১ এপ্রিল দিনব্যাপী  বিআরটিএ, পুলিশ বিভাগ, খুলনা সিটি কর্পোরেশন , পরিবহন মালিক সমিতিও শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে খুলনা সড়ক বিভাগ মনিটরিং করা হয়। বিআরটিএ খুলনা আদালত ১৫ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে খুলনায় যানজট নিরসনেও সর্ব সাধারনের নির্বিঘ্নে চলাফেরা সড়ক আইন বাস্তবায়ন করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ দায়িত্ব পালন করেন।ঈদে ঘর মুখে যাত্রীদের নিরাপদ যাত্রার নিশ্চিতকরণের লক্ষ্য এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ফুলতলা উপজেলা, খুলনায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রয়েল পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অপরদিকে রয়েল পরিবহনের একটি সাবকাউন্টার এবং ফাল্গুনী পরিবহনের কাউন্টার কে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা না রাখার অপরাধে ২০০০ করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।বিআরটিএ আদালত ১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিসবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। সাথে উপস্থিত ছিলেন বিআরটিএর প্রতিনিধি ও ফুলতলা থানা পুলিশ সদস্যরা। পরবর্তীতে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করা হয়। সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার এ সময় পরিদর্শন করা হয়। এ অভিযানে সর্বমোট তিনটি মামলা এবং ২৪ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

Apr 2, 2025 - 08:11
 0  7
ঈদ উপলক্ষে খুলনা বিআরটিএ এর অভিযান ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কার্যক্রম পরিচালনা: 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow