দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেলো।

নুর মোহাম্মদ খান লিটু —খুলনা নগরীর জাতিসংঘ পার্কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (০৬ এপ্রিল) রাতে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। আহত পলাশ খুলনা সদর থানাধীন মতলোবের মোড় এলাকার বাসিন্দা মো: আব্দুল হামিদ খানের ছেলে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, পূর্ব শত্রুতার জেরে জাতিসংঘ পার্ক এলাকায় পলাশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে তার পেট চিরে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

Apr 6, 2025 - 23:53
Apr 7, 2025 - 00:14
 0  5
দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেলো।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow