মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৩
মেহেরপুর প্রতিনিধি—মেহেরপুরে সদর উপজেলার মোটরসাইকেল, মাইক্রোবাস ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আকতারুজ্জামান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতারুজ্জামান সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। আহতরা হলেন, আল ইমরান (২৮), মাইক্রোচালক পলাশ ও ভ্যানযাত্রী জুবায়ের (৮)। এদের মধ্যে ইমরান ও জুবায়েরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আকতারুজ্জামান ও ইমরান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমথ্যে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিপরীত দিক আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

আপনার অনুভূতি কী?






