ভূঞাপুরে নাশকতার মামলায় গ্রেফতার ১

ভূঞাপুরে নাশকতার মামলায় গ্রেফতার ১ হাদী চাকলাদার টাঙ্গাইল প্রতিনিধি।। ২৪ এর গণ-অভ্যুত্থানে নাশকতার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী ওরফে আবু রায়হান নামে একজনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। রবিবার রাতে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করে ভূঞাপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান আলী ছাব্বিশা গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি বর্তমানে পৌর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথেও জরিত থাকতো। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইল সদর থানার ১টি মামলায় রবিবার রাতে পৌরসভার ছাব্বিশা গ্রাম থেকে হাসান আলী ওরফে আবু রায়হানকে গ্রেফতার করা হয়। পরে আজ সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোর্পদ করা হয়।

জানুয়ারি 6, 2025 - 14:49
 0  152
ভূঞাপুরে নাশকতার মামলায় গ্রেফতার ১

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow