মায়ের সঙ্গে অভিমানে জীবন দিল ছোট্ট নুহা

মোহাম্মদ নয়ন চৌধুরী তজুমদ্দিন ভোলা ।।ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোসা. নুহা নামে ১০ বছরের এক শিশু। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে একইদিন সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকায় অবস্থিত নিজ বসতঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শিশু নুহা। সে ওই এলাকার মো. জসিম উদ্দিনের কন্যা। জানা গেছে, নুহা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বুধবার সকালে বসতঘরে মায়ের সঙ্গে লাকড়ি তোলার কাজ করছিল শিশু নুহা। এ সময় তার মা আকলিমা বেগম তাকে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে যান। কিছু সময় পর তিনি আবার ঘরে ফিরে দেখেন ছোট্ট নুহা আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় ঝুলছে। পরে তিনি তাকে দ্রুত রশি কেটে নিচে নামান। এরপর নূহাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নেয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশু নুহাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ২টার দিকে মারা যায় সে। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি

ফেব্রুয়ারি 21, 2025 - 19:36
 0  6
মায়ের সঙ্গে অভিমানে জীবন দিল ছোট্ট নুহা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow