বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

টাঙ্গাইল প্রতিনিধি—টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনা ঘটছে। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে (ভোকেশনাল) বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। এ ঘটনায় ওইদিনের পরীক্ষার ডিউটিরত শিক্ষকরা বাকি পরীক্ষায় আর কোনো ডিউটি করতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তোফাজ্জল হোসেন তুফিন কারিগরি বিএম কলেজের শিক্ষক আবু জায়েদ তালুকদার বলেন, এ প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয় উপজেলা নির্বাহী অফিসার এখানে এসেছিল। তিনি কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। সে সময় যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি যাতে পরীক্ষায় কেন্দ্রে আর ডিউটি করতে না পারে সে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তিনি বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে সেটি মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষার নয়। এটি অন্য একদিনের ভিডিও তিনি আরও বলেন, এ ভিডিওটি কোনো এক প্রি-টেস্ট পরীক্ষার। পরে তা ১০ এপ্রিলের বাংলা পরীক্ষার সাথে সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ বলেন, যে ভিডিওটি ধারণ করা হয়েছে সে ভিডিওটি কোনো টেস্ট অথবা প্রি-টেস্ট পরীক্ষার ভিডিও। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির বলেন, পরীক্ষার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছে। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, পরীক্ষার বিষয়টি জানার পরপরই আমি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম। এসএসসি পরীক্ষা কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব ছিলেন তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যে যারা কেন্দ্রে ছিল তাদের ডিউটি বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, মঙ্গলবার সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিল তারা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবে না। পরে শিক্ষকের বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আজকের পরীক্ষার ডিউটিতে ওই শিক্ষকরা নেই। এখন আমার একটি কমিটি করে দেব। কমিটির প্রেক্ষিতে তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেব।

Apr 16, 2025 - 07:35
 0  3
বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow